শিরোনাম
মঙ্গল. জানু ৬, ২০২৬

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে ১০,১০৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার : সীতারমণ

কেন্দ্রের বিরুদ্ধে তোলা পশ্চিমবঙ্গের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রবিবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে ১০,১০৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিপুল কেন্দ্রীয় সাহায্যের পরেও রাজ্য সরকার করোনা প্রতিরোধে কোনও ব্যবস্থাই করেনি।

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে ১০,১০৬ কোটি টাকা দিয়েছেন মোদীজি। করোনার ওষুধ কিনতে ও পরিকাঠামো তৈরিতে দেওয়া হয়েছিল এই টাকা। কিন্তু তার পরও পশ্চিমবঙ্গে হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়নি। রাজ্যে ৪২টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে বলে দাবি করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু করোনা মোকাবিলায় নেমে ২টির বেশি হাসপাতালকে কাজে লাগানো যায়নি।

নির্মলা সীতারমণের দাবি, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এতটাই গুরুতর যে পাশের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের সীমানা সিল করে দিয়েছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, রাজ্য সরকারকে সাহায্য করতে যখন কেন্দ্র থেকে প্রতিনিধিদল পাঠানো হয়েছে তখন তাদের সঙ্গেও অসহযোগিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরীক্ষাতেও কারচুপি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বলেন, প্রথমে করোনা পরীক্ষাই হচ্ছিল না। পরে পরীক্ষার সংখ্যা বাড়লেও তথ্যে প্রচুর গরমিল ধরা পড়েছে।

করোনাযোদ্ধাদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা করেছে মোদী সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, ওষুধ নেই, পিপিই নেই। -হিন্দুস্থান সমাচার/ কাকলি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *