পশ্চিমবঙ্গ ডেস্ক: পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ নিম্নমুখী। দৈনিক শনাক্ত একলাফে দুই হাজারের নিচে নামায় স্বস্তি ফিরেছে রাজ্যবাসীর। তবুও চিকিৎসকেরা এখনই মানতে রাজি নন যে করোনা বিদায়ের পথে। তাঁরা বলছেন, দৈনিক শনাক্ত হাজারের কম হলে করোনার তৃতীয় ঢেউ এবার বিদায় নেওয়ার পথে রয়েছে বলে ধরে নেওয়া যাবে।
পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল সন্ধ্যায় শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জনের করোনা শনাক্ত ও ৩৬ জনের মৃত্যুর কথা জানায়। রোববার শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪২৭ জনের। এরপর ওই দিন ঘোষণা দিয়ে করোনা বিধিনিষেধ শিথিল করে ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় রাজ্য সরকার।
রাজ্য স্বাস্থ্য দপ্তর আরও বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৭২৯ জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ৭১০ জন। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৯ লাখ ৯৫ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬১৯ জন মারা গেছেন।
গত দিন পশ্চিমবঙ্গে মোট ৫৭ হাজার ৮৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এ দিন পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৯।
এ সময়ে রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১০টি জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। বাকি ১৩ জেলায় মারা গেছেন ৩৬ জন। সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনায়। এ দিন কলকাতায় ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৫ জন।