শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

করোনা সংক্রমণ নিম্নমুখী, দক্ষিণবঙ্গে ৪ মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ ২৩৫ জন

নতুন করে করোনা ভাইরাস আতঙ্ক বাড়িয়েছে মহারাষ্ট্র, কেরল-সহ কয়েকটি রাজ্যে। তবে এখনও তার ঢেউ এসে লাগেনি পশ্চিমবঙ্গে। সেই কারণে শনিবারও শেষ কয়েকদিনের মতো নিন্মমুখীই রইল করোনা সংক্রমণের পরিমাণ।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় একজনেরও মৃত্যু হয়নি। কলকাতায় ২, উত্তর ২৪ পরগনায় ১ ও হাওড়ায় ১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বাকি জেলাগুলি মৃত্যু শূন্যই থেকেছে। দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘণ্টায় একজনও করোনায় আক্রান্ত হননি। নিঃসন্দেহে এই পরিসংখ্যান যথেষ্ট আশা জাগানোর মতো।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯৩ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে ২৩৫ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থতার সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জন। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৭৯। শনিবার রাজ্য মোট ২০ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে কাজ করছে ১০৩টি করোনা পরীক্ষাকেন্দ্র।

রাজ্যে মোট ৬৫ টি হাসপাতাল করোনা আক্রান্তদের চিকিত্‍সার জন্য কাজ করে চলেছে। যার মধ্যে রয়েছে ৪৪টি সরকারি ও ২১টি বেসরকারি হাসপাতাল। রাজ্যে রয়েছে মোট ৮ হাজার ৭২৭ টি করোনা হাসপাতালের শয্যা। এখনও রাজ্যে ২৮ হাজার ৫৪৯ জন মানুষ রয়েছে হোম কোয়রান্টিনে।

জেলা ভিত্তিক হিসাবে সর্বোচ্চ করোনা আক্রান্তের তালিকায় এখনও সবার উপরেই রয়েছে কলকাতা। কলকাতা জেলায় মোট করোনা আক্রান্তের পরিমাণ ১ লক্ষ ২৮ হাজার ৮৮৩। কলকাতায় মৃতের সংখ্যা ৩ হাজার ৯৪ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগণায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭৫২ জন। এই জেলায় মৃতের সংখ্যা ২ হাজার ৫০২ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *