শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

কলকাতার বাংলাদেশ মিশনে বিজয় দিবস উদযাপন

পশ্চিমবঙ্গ, ১৬ ডিসেম্বর: বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস ভারতসহ কলকাতায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনটি জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, কলকাতা। একইভাবে গুরুত্ব ও মর্যাদার সঙ্গে বিজয় দিবস উদ্যাপন করেছে কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত পূর্বাঞ্চলীয় সেনা সদরদপ্তরের বিজয় দুর্গে (ভিক্টরি ফোর্ট) বিজয় দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অংশ নেন।

অনুষ্ঠানে বিজয় স্মারকস্তম্ভে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের যোদ্ধাদের যৌথ লড়াই ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান ও মেজর শের-ই-শাহবাজ এবং তাদের সহধর্মিণীরা।
মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাবিবুল আলম, মেজর (অব.) অলিক কুমার গুপ্ত, মেজর (অব.) কামরুল আবেদিন, মেজর (অব.) মনীষ দেওয়ান, মেজর (অব.) মো. আব্দুল হাকিম, মেজর (অব.) হাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামছুল হুদা ও আবদুল্লাহ হিল শফি।

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের আমন্ত্রণে চার দিনের সফরে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশ প্রতিনিধিদল। সফরের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) তারা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উদ্যোগে ফোর্ট উইলিয়ামের মঙ্গল পাণ্ডে মিলিটারি ট্রেনিং এরিয়ায় আয়োজিত বর্ণাঢ্য মিলিটারি ট্যাটু প্রদর্শনীতেও প্রতিনিধিদলটি অংশ নেয়।

অন্যদিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সকালে কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় উপ-হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। দ্বিতীয় পর্বে বেলা ১১টার দিকে কলকাতার বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপ-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি চিত্র অঙ্কন করেন।
তৃতীয় পর্বে সন্ধ্যায় উপ-হাইকমিশনের পরিবাররা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরা ও গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনগুলোতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *