শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কলকাতায় নতুন আক্রান্ত বেড়ে প্রায় আড়াইশো, পশ্চিমবঙ্গে ফের নতুন সংক্রমণ ৮০০ পার

পশ্চিমবঙ্গ জুড়ে নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের মতোই ফের ৮০০-র গণ্ডি পার করল। কলকাতায় তা বেড়ে আড়াইশোর কাছে পৌঁছেছে। কলকাতার মতোই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনার পরিসংখ্যান। ওই জেলায় প্রায় দে়ড়শো জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও দৈনিক সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক। বে়ড়েছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। চলতি মাসের মধ্যে দ্বিতীয় বার তা বে়ড়ে ১৫ হয়েছে। ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১০ লক্ষাধিক।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। সোমবারের বুলেটিনে এই সংখ্যাটি ছিল ৮০৫। তবে কলকাতায় এক দিনে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ শহরে এই মুহূর্তে ২ হাজার ৩৭ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১৪৮। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৭৪, হাওড়ায় ৬১, হুগলিতে ৫২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৮৮ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৪৯।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উদ্বেগজনক ভাবে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ১৫ জন মৃতের মধ্যে শুধুমাত্র কলকাতায় ৬ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ২৫ জুনের পর এই প্রথম এ শহরে এক দিনে এত জন রোগীর মৃত্যু হল। ওই দিনের বুলেটিনে ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। কলকাতার মতোই একই সংখ্যক আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এ ছাড়া, পূর্ব বর্ধমানে ২ এবং হুগলিতে ১ জন সংক্রমিত মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯ হাজার ৮১ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

রাজ্যে এক দিনে টিকাকরণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ২৪ হাজার ৬৯২ জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড পরীক্ষার দৈনিক সংখ্যা ৩৮ হাজার ৬৮১।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *