শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড, এক বাংলাদেশি নিহত

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম আনন্দবাজার প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে রাহবার গেস্ট হাউজ নামের হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহতের নাম সামিমাতুল আরস (৬০)। তিনি চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভবপর হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়। এদিকে মইনূল হক (৩৫) নামের এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মেহাতাব আলম নামে আরেকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়।

হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *