শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ফের বাড়ল, সুস্থতার হারে স্বস্তি

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪৩। উত্তর ২৪ পরগনায় ৬৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫৫১। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ফের উঠল ৫০০-র উপর।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪০৭০৮। এদিন ৫৫১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪৭১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৬৯০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৫৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৪৫৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৩ জন। মৃত্যু হয়েছে মোট ৭৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮৯০৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৮৭৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৬৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৩৫৫৭। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৫১৩। হুগলিতে ১০৮ জন বেড়ে আক্রান্ত ৭৭৬৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ২১৮১, কোচবিহারে ৩০৬৪, দার্জিলিংয়ে ৫১১৫ জন, কালিম্পংয়ে ৪৮৩, জলপাইগুড়ি ৩৬৭৫, উত্তর দিনাজপুর ২৩০৪, দক্ষিণ দিনাজপুর ৩৮১৯, মালদহ ৫০০৪, মুর্শিদাবাদ ৩৪৬২, নদিয়া ৩৯৮৩, বীরভূম ২১৪১, পুরুলিয়া ১৪৩৮, বাঁকুড়া ২৬৪৯, ঝাড়গ্রাম ২৬৪, পশ্চিম মেদিনীপুর ৪৯০১, পূর্ব মেদিনীপুর ৬৪২৪, পূর্ব বর্ধমান ২৮১৮, পশ্চিম বর্ধমান ৩৮৫৭ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *