বাঙালির বারো মাসে তেরো পার্বণে অন্যতম বইমেলা। এবার করোনা আবহে সেই বইমেলাই স্থগিত হয়ে গেল। জানুয়ারিতে বইমেলা হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেওয়ার ঘোষণা করল পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।
গিল্ডের কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেছেন, ‘পৃথিবীর বেশ কিছু জায়গায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান বন্ধ রয়েছে। ফলে বিদেশি বইয়ের স্টল করা সম্ভব নয়। বিভিন্ন দেশ থেকে প্রকাশকরা আসেন। যা কলকাতা বইমেলা অন্যতম বৈশিষ্ট্য।
অগত্যা, এ হেন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে গিল্ড।’ তাঁর কথায়, ‘আমরা প্রস্তুত রয়েছি আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হলে যাতে বইমেলা আয়োজন করা যায়।’ ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।