কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার বাড়বে বৃষ্টি। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে দখিনা বাতাসের প্রভাবে বাড়বে বৃষ্টি। পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
এদিকে ওম-মিমির বিয়ের পর এবারে প্রথম জামাইষষ্ঠী। অবাঙালি হলেও ওম বাঙালি রান্নার ভক্ত ছোটবেলা থেকেই। তাই শ্বশুরবাড়িতে বাঙালি খাবারেই তাঁর রসনাতৃপ্তির আয়োজন।