বিশু / সমীপ, শিলচর (অসম): হু হু করে বাড়ছে কাছাড় জেলায় করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা। দ্রুত গতিতে জেলায় করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্ক তাড়া করছে সাধারণ জনগণকে। কাছাড় জেলায় নতুন করে আরও ২৫ জনের শরীরে অতিমারি করোনা পজিটিভ ধরা পড়েছে।
জেলা স্বাস্থ্য দফতরের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, শনিবার মোট ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়েছে। রেপিড অ্যান্টিজেন টেস্টে ১১ জন এবং আরটি-পিসিআর টেস্টে ১৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজ সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত করোনা টেস্টের এই তথ্য প্রকাশ হয়েছে। তার মধ্যে শিলচর বায়োমেড ল্যাবরেটরিতে আরটি-পিসিআর টেস্টে পাঁচজন, দিবাস্ক্যান ল্যাবরেটরিতে চারজন এবং শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে।
আজ জেলায় মোট ৩,৮৯৬ জনের রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাছাড় জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। আজকের ২৫ জন মিলে জেলায় সক্রিয় পজিটিভ আক্রান্তের সংখ্যা হয়েছে মোট ৫৭-।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার শিলচর ফার্স্ট লিংক রোডের বাসিন্দা দীপঙ্কর দাস (৫৬) নামের ব্যক্তির শিলচরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় শুরু থেকে এ পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৫৭০ জন। জেলায় কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যু ঘটেছে। কাছাড় জেলায়ও দ্বিতীয় পর্যায়ের করোনার প্রভাব বিস্তার শুরু হয়েছে। ফলে গোটা জেলার জনমনে ফের করোনা আতঙ্ক তাড়া করছে।

