শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কানাডার সাস্কাটুনে বৈশাখী মেলার আয়োজন

কমিউনিটি নিউজ ডেস্ক: কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে আনন্দঘন জাঁকজমকপূর্ন ভাবে গত শনিবার বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) উদ্যোগে স্থানীয় একটি চার্চে সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্দা উঠে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

এসময় ঢাক ঢোল, মুখোশসহ বাংলার বিভিন্ন সংস্কৃতির উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা যখন শুরু হয় তখন সাস্কাটুন রূপান্তরিত হয়েছিলো একখণ্ড বাংলাদেশে। এ মেলার আমেজে জমে উঠেছিলো বিভিন্ন বাঙালি খাবারের সঙ্গে আড্ডা।

বেশ কিছুদিন ধরেই সাস্কাটুনের প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলো এই মেলার জন্য। কারণ এ মেলায় ফুটে উঠবে পলাশ আর শিমুল। আর সবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন তপন চৌধুরী।

দর্শকদের মুহুর্মুহু করতালি আর আনন্দ উচ্ছ্বাসে প্রবাসীরা জন্য ফিরে গিয়েছিলো বাংলাদেশে। শিল্পী তপন চৌধুরী প্রায় রাত ১২টা পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন তার জনপ্রিয় সব গানের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *