শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

কালকিনিতে শিবির নেতাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলায় জামায়াতের এক নেতার বাসায় গভীর রাতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। স্থানীয় র‌্যাব এবং কালকিনি থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, গত রবিবার রাত ২টার দিকে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা মাদারীপুরে জামায়াতের কালকিনি থানা আমির মোঃ এনামুল হকের বাসায় গিয়ে দরজা খোলার জন্য বলে। বাসার ভেতর থেকে জানানো হয় এত রাতে তাদের পক্ষে বাসা খোলা সম্ভব নয়, তাদেরকে সকালে যাওয়ার জন্য অনুরোধ করেন তারা। কিন্তু এতে র‌্যাব ও পুলিশের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাসার সদস্যদের মারধর করে থানা আমিরের বড় ছেলে আব্দুল্লাহ আল জাবিরের খোঁজ করেন। কিন্তু বাসার সদস্যরা জানান ওই রাতে জাবির বাসায় গেলেও পরে অন্য কোথাও চলে গেছে। কিন্তু তারা এনামুলের পরিবারের সদস্যদের কথায় সন্তুষ্ট না হয়ে পুরো বাসা তছনছ করে জাবিরকে খুঁজতে থাকে। মোঃ এনামুল হকের আমিরের বড় ছেলে আব্দুল্লাহ আল জাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাধারণ সম্পাদক। মোঃ এনামুল হক জানান, তার বড় ছেলেকে বাসায় না পেয়ে তার অবস্থান কোথায় আছে সেটা বলার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। কিন্তু যখন জানান বড় ছেলের অবস্থান সম্পর্কে কিছু জানেন না তখন মাদারীপুর র‌্যাব-৮ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আগ্নেয়াস্ত্র বের করে ছোট ছেলে তানভীরের (২৪) মাথায় তাক করেন। সাদেকুল ওই পরিবারকে বলেন, যদি তাদেরকে জাবিরের বিষয়ে না জানানো হয় তবে তানভীরকে গুলি করে মেরে ফেলা হবে। এসময়ে তার মা তাকে রক্ষার্থে এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে রক্ষা করার চেষ্টা করলে কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা এসে তার পিঠে ও কোমড়ে প্রচন্ড জোড়ে লাথি মারেন। এতে তিনি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এনামুল হক ও তার ছোটো ছেলেকে শারীরিক নির্যাতন করে। সকাল পাঁচটার দিকে তারা বাসা থেকে বের হন এবং বলে যান তার বড় ছেলেকে তারা যখনই পাবেন তখনই তাকে হত্যা করে গুম করে ফেলবেন।

জাবিরের মা ফাতিমা বেগম (৪৭) কোমড়ে মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। জাবিরের পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাওয়া যায়নি কিন্তু কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, আব্দুল্লাহ আল জাবির বর্তমান সরকার বিরোধী কার্যক্রমে যুক্ত তাই তাকে গ্রেফতারের জন্য গিয়েছিলেন তারা।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল জাবির ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কালকিনিতে নিজেদের বাসায় রাজনৈতিক সহিংসতার শিকার হওয়ার পর থেকে আর কখনো তার জন্মস্থানে বাবা মায়ের কাছে যেতে পারেন নি। যখনই তিনি বাসায় আসার চেষ্টা করেছেন স্থানীয় ছাত্রলীগ অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাহিনীর সদস্যদের দ্বারা হামলা কিংবা পুলিশের হয়রানির শিকার হয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ইস্যুতে তাকে তার মাদারীপুরের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে খুজঁতে এসেছিলো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *