শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত ত্রিপুরার উদয়পুর বইমেলা

ত্রিপুরা নিউজ ডেস্ক: বুধবার ভোর রাতের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ত্রিপুরার উদয়পুরে আয়োজিত গোমতী জেলা বইমেলা। মেলা প্রাঙ্গণে থাকা বইয়ের স্টলগুলির মধ্যে ১৬টি স্টল পুরোপুরিভাবে বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।

১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক বইমেলার আয়োজন করা হয় উদয়পুরে। মেলার তৃতীয় দিনের অনুষ্ঠান সমাপ্তির পরেই শুরু হয় ঝড় বৃষ্টি। গভীর রাতে মেলার দক্ষিণাংশে থাকা ১৬ টি স্টলকে মুহূর্তেই গুড়িয়ে দেয় ঝড়ের প্রবল বেগ। নিমেষেই ভিজে যায় হাজারো বই।

মেলা প্রাঙ্গণে থাকা ব্যবসায়ীদের একাংশ তড়িঘড়ি সেখান থেকে সরে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। সকালে খবর পেয়ে সেখানে ছুটে যান উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদারসহ জেলা ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *