গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের তিনটি কারাগারে বন্দি থাকা ভিয়েতনামফেরত ৪৭ জন মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি প্রাপ্তদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন ১৯ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন ২৭ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন একজন। সংশ্লিষ্ট কারাগার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার মো: গোলাম সাকলাইন জানান, ভিয়েতনাম ফেরত ১৯ জনকে দুপুরে এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তি আদেশের কাগজপত্র সোমবার রাতে এ কারাগারে পৌঁছে। ভিয়েতনামফেরত ওই ১৯ জন গত ৫ সেপ্টেম্বর এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, সোমবার রাতে ভিয়েতনাম ফেরত ২৭ জনের মুক্তির আদেশের কাগজপত্র এ কারাগারে পৌঁছে। পরে তা যাচাইবাছাই শেষে মঙ্গলবার দুপুরে তাদের (২৭ জনকে) মুক্তি দেয়া হয়।
কাশিমপুর হাইসিকউটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, হাই সিকিউরিটি কারগার থেকে ভিয়েতনামফেরত এক জনকে দুপুরে মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তি আদেশের কাগজপত্র সোমবার রাতে এ কারাগারে পৌঁছে। পরে তা যাচাইবাছাই শেষে আজ মুক্তি দেওয়া হয়।

