শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

কাশ্মীরে ৫ যোদ্ধাকে হত্যা করল ভারতীয় সেনা, বিক্ষোভ-সংঘর্ষ

A masked Kashmiri protester prepares to throws a brick at an Indian policeman during a protest in Srinagar, Indian controlled Kashmir, Saturday, July 9, 2016. Indian authorities imposed an indefinite curfew in most parts of Kashmir on Saturday, a day after government forces killed the top rebel commander in the disputed Himalayan region, officials said, describing it as a major success against rebels fighting Indian rule. (AP Photo/Mukhtar Khan)

জম্বু-কাশ্মীরে স্বাধীনতাকামী পাঁচজন যোদ্ধাকে হত্যা করেছে ভারতীয় সেনারা। এই ঘটনায় বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা।

আলজাজিরা জানায়, রবিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শপিয়ানে এই ঘটনা ঘটে। ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এক ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, বিদ্রোহী যোদ্ধারা শপিয়ানের একটি গ্রামে সংগঠিত হতে যাচ্ছে আমরা গোপন সূত্রে জানতে পারি। এরপর গ্রামটি ঘিরে ফেলা হয় এবং সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

দুই পক্ষের মধ্য বন্দুকযুদ্ধ হয় বলে কর্নেল কালিয়া দাবি করেন। এতে পাঁচজন যোদ্ধা নিহত হয়। এই সময় বিস্ফোরণে একটি ঘরও ধ্বংস হয়ে যায়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় কাশ্মীরিরা বিক্ষোভ করেছেন এবং ভারতবিরোধী স্লোগান দিয়েছেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পাল্টা জবাবে পুলিশ পেলেট গান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

তবে বিক্ষোভে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *