বিবিধ নিউজ ডেস্ক: আজ ১ এপ্রিল! দারুণ একটা মজার দিন। ফোনে, সরাসরি একে অপরকে বোকা বানিয়ে আনন্দ পায়। বাচ্চারা আরো বেশি মজা পায় এ দিনটিতে। বোকা বানিয়ে হাততালি দিয়ে চিৎকার করে বলে ওঠে এপ্রিল ফুল।
প্রত্যেক বছরই পয়লা এপ্রিল ফুলস ডে বা বোকা দিবস হিসাবে পালন করা হয় গোটা বিশ্ব জুড়ে। এই দিনটিতে মানুষ প্রাণখুলে হাসতে পারেন, আসলেই বিরাট মজা হয়। ঠাট্টা –মশকরা করতে পারেন। খুশি ছড়িয়ে দেয়ার একটি দিন। কাকে কীভাবে বোকা বানানো যায়, সেই প্ল্যান আগে থেকেই তৈরি করে রাখেন অনেকে।শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন সংস্কৃতিতে এই দিনটি পালন করা হয়। অন্যকে বোকা বানিয়ে মজা উপভোগের দিন ১ এপ্রিল। ভালোও লাগে।
তবে আপনারা কী এর সূচনা সম্পর্কে কোন তথ্য জানেন? বিগত কয়েক শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এই দিনটি। তবে এর সূচনা কীভাবে বা কেন হল, সে বিষয়ে কোন সঠিক তথ্য নেই। কোনও কোনও ইতিহাসবিদের মতে, দিনটি প্রথম পালিত হয় ১৮৫২-সালে। ওই বছর আবার ফ্রান্সে জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে চালু হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কেউ কেউ এই দিন ঋতু পরিবর্তনের সঙ্গে যুক্ত বলেও মনে করেন।
তবে সবচেয়ে প্রচলিত যে ধারণাটা, সে অনুযায়ী, রোমানরা প্রাচীন কালে এপ্রিল মাসে নতুন বর্ষ উদযাপন করত। মধ্যযুগের ইউরোপে ২৫ মার্চ নতুন বর্ষ হিসেবে পালিত হত।
পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন ১৮৫২।
নতুন বছরের সূচনা শুরু হয় জানুয়ারি মাস থেকে।
উল্লেখযোগ্য যে, ইউরোপের অনেক মানুষ এই ক্যালেন্ডার মেনে নেয়নি। ফ্রান্স কিন্তু সবার আগে গ্রহণ করে ফেলে এই ক্যালেণ্ডার। আর এ জন্যেই নতুন ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ যারা পালন করত, তারা এপ্রিলে পুরনো প্রথায় নববর্ষপালনকারীদের বোকা মনে করত।মনে করা হয় সে সময় থেকেই এপ্রিল ফুলের প্রবণতা শুরু হয়েছিল। এবং সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে। আর ১ এপ্রিল ফুলস ডে হিসেবে পালিত হতে থাকে।
তবে এই এপ্রিল ফুলস ডে উপলক্ষে কিছু লোককথাও জড়িয়ে রয়েছে।
গ্রিসে ছিলেন এক মজার রাজা। একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন, একটা পিঁপড়ে তাঁকে আস্ত গিলে খেয়ে ফেলছে। আর সকলের মতোই তিনিও সকালে ঘুম থেকে উঠে হাসতে হাসতে হয়রান হয়ে গেলেন।
জ্যোতিষি রাজামশায়কে বলেন, এই স্বপ্নের অর্থ আপনি আজকের দিনটা মজা করে আর হাসতে হাসতে কাটাবেন।এবং উল্লেখযোগ্য যে, সেই দিনটা ছিল ১ এপ্রিল। আর উক্ত দিন থেকে শুরু হয়ে গেল এপ্রিলের প্রথম দিনে অন্যকে বোকা বানিয়ে নিজে দারুণ মজা উপভোগ করার প্রথা।