জিসান মাহমুদ, কুয়েত: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতিনিয়ত চলছে নিরাপত্তা অভিযান। এরই ধারাবাহিকতায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল শুয়েখ ও মাহবুল্লাহ এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে বাংলাদেশ, ভারত, মিশর ও অন্যান্য দেশের মোট ৩৯৪ প্রবাসীকে গ্রেফতার করে।
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাসের নেতৃত্বে জিলিব আল শুয়েখের সব পথ ঘিরে চালানো হচ্ছে অভিযান।
মাদকসেবন, ট্রাফিক আইন না মানা, জুয়া খেলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।