শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

কুয়েতে প্রবাসী দিবস উদযাপন

জিসান মাহমুদ , কুয়েত: কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রবাসীদের অংশগ্রহণে উদযাপিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবঃ মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসীরা ভিসার মূল্য কমানোর দাবি করেন, দেশটিতে অবস্থানরত কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থান যোগাতে নতুন ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিবেচনা করার অনুরোধ করেন, হুন্ডি বন্ধে দূতাবাসকে কঠোর পদক্ষেপ নিতে প্রবাসীরা দাবি জানান।

কুয়েতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, প্রবাসীদের ভিসার ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা গ্রুপকে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *