কলকাতা: করোনা আবহের মাঝেই এবার কৃষকদের জন্য সুখবর। ফের কৃষকদের পাশে রাজ্য সরকার। আর ৫ হাজার টাকা নয় এবার বছরে কৃষকরা পাবেন ১০ হাজার টাকা। বৃহস্পতিবার নবান্ন থেকে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নর সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করেই এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের। আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা। ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা’। মুখ্যমন্ত্রী এদিন জানান কৃষকবন্ধু প্রকল্পে খেতমজুর, বর্গাদারদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কৃষকদের বার্ধক্যভাতাও। এই নতুন প্রকল্পের আওতায় রয়েছেন ৬০ লক্ষ কৃষক।