পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: প্রতিশ্রুতি মেনে সাতদিনের মধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানানোর কথা ছিলো মুখ্যমন্ত্রীর। সেই মত শুক্রবার থেকে ধর্নায় বসতে চলেছেন মাননীয়া। ইতিমধ্যেই সভাস্থলে তৈরি হয়েছে মঞ্চ। রেড রোডে দুধারেই করা হয়েছে ব্যারিকেট। রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এছাড়াও উপস্থিত রয়েছেন দলের অন্যান্য নেতৃত্ব।
এদিন বেলা ১২:৫০ নাগাদ মঞ্চে এসে পৌঁছান তিনি। মঞ্চের চারিপাশে কেন্দ্রীয় বঞ্চনার পোস্টার ও ব্যানারে ছয়লাপ। এদিন কালো শাল গায়ে দিয়ে মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে উপস্থিত হয়েছেন। দুদিন এই ধর্না মঞ্চে উপস্থিত থাকার পর আগামী পাঁচ তারিখ ফের দিল্লির উদ্দেশ্য রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি বাংলার বকেয়া টাকা নিয়েও বৈঠক হবে।

