শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

কেন্দ্রের কাছে বকেয়া মেটানোর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যগুলিকে বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র

এদিনের বৈঠকের মধ্যমনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যগুলির বকেয়া নিয়ে সরব হয়েছেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনেও একই রূপ। তাঁর অভিযোগ, তিন, চারমাস ধরে রাজ্যগুলিকে কোনও টাকা দেওয়া হচ্ছে না। সব রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

রাজ্যগুলিকে অবজ্ঞার অভিযোগ

মুখ্যমন্ত্রী এদিন রাজ্যগুলিকে অবজ্ঞার অভিযোগও তোলেন। তিনি বলেনস রাজ্যগুলির সঙ্গে কোনও কথা না বলে সিদ্ধান্ত নিয়ে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে কেন্দ্রের সিদ্ধান্তে রাজ্যগুলি চলতে পারে না, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, টাকা না দিয়ে এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ কখলও কোনও লোক কাজ করলে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা চলছে।

বিজেপিকে আক্রমণ

রাজ্যে করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই তালিকায় মাস্কও বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্য সরকারের প্রতি আক্রমণ শানিয়েছে বিজেপি। এদিন প্রত্যুত্তোর দেন মমতা। তিনি বলেন, হিসাব চাইঠে মাস্ক কত টাকায় কেনা হয়েছে, তার আগে আপনারা হিসেব দিন, নিজেরা কত টাকা দিয়েছেন।

পিএম কেয়ার্সের টাকা রাজ্যগুলিকে দেওয়ার দাবি

মুখ্যমন্ত্রী এদিন বলেন, পিএম কেয়ার্স ফান্ডে প্রচুর টাকা তোলা হয়েছে। সেই টাকা রাজ্যগুলিকে ভাগ করে দেওয়ার দাবি করেছেন তিনি। তিনি বলেন, বিজেপি শাসিত, কংগ্রেস শাসিত সব রাজ্যকেই ওই টাকা ভাগ করে দেওয়া হোক। তিনি বলেন, প্রধানমন্ত্রীও তো একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জানেন কত কষ্ট করে রাজ্যগুলিকে চালাতে হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *