আসাম নিউজ ডেস্ক: কেবলমাত্র ভোটের জন্য মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করার জন্য কংগ্রেস ও ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-কে এক হাত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুসলিমরা ভয়ে কংগ্রেস ও এআইইউডিএফকে ভোট দেন, বলেন মুখ্যমন্ত্রী।
আজ শনিবার দিশপুরে লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড. শর্মা জোরের সঙ্গে বলেন, বিজেপি দল রাজ্যের আদি (ভূমিপুত্র) মুসলমানদের জীবন সংস্কারের দায়িত্ব নিয়েছে। তবে অসমে বসবাসকারী অন্য মুসলমানদের প্রসঙ্গে বলেন, ‘বাল্যবিবাহ, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রাজ্য সরকার যুদ্ধ শুরু করেছে।’
‘যারা আদি মুসলমান নন, তাদের জন্য পরোপকারী হিসাবে বিনামূল্যে পরিষেবা প্রদান করছি আমরা। আমরা যদি আদি মুসলমানদের ছেড়ে বাকি মুসলিমদের কথা বলি, তা-হলে জানি, আমরা তাদের ভোট পাব না। তবুও আমরা অরুণোদয়, স্বাস্থ্য কার্ড সহ অন্যান্য সুবিধা দিচ্ছি তাদের।’ বলেন মুখ্যমন্ত্রী।
হিমন্তবিশ্ব বলেন, ‘আমি যদি ডিব্রুগড় নির্বাচনী এলাকায় (উজান অসম) কাজ করি, তা-হলে আমরা নিশ্চিত সেখানে মুসলিম ভোট আমরা পাব। কিন্তু চেঙ্গা বাঘবরে একটি মুসলিম ভোট পাব না, পাওয়ার আশাও করি না। তাই ওই সব (নিম্ন অসম) অঞ্চল তাদের (কংগ্রেস ও এআইইউডিএফ) জন্য সোনালী এলাকা।’
বহু উদাহরণ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বা এআইইউডিএফ মুসলমানদের বিজেপির জুজু দেখিয়ে ভয় দেখায়। তাই এখনও অসমের মুসলমানরা ভয়ে কংগ্রেস বা এআইইউডিএফকে ভোট দিচ্ছেন। কিন্তু কেন তাদের ভোট দেন তা ভেবেও দেখেন না।’