শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কোভিডে ফের সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ, এক দিনে মৃত ১৫৩

ঋদি হক, ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জন কোভিড ১৯-এ মারা গেলেন। আপাতত কোভিডে মৃত্যুর এটাই হল সর্বোচ্চ। এ নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৫ জনে পৌঁছোল। টানা আট দিন ধরে শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। এ সময়ে ৮৬৬১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। রবিবার স্বাস্থ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছেন।

এ দিন ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ২৮.৯৯ শতাংশ। এ পর্যন্ত সামগ্রিক ভাবে সংক্রমণের হার ১৪.৫ শতাংশ। এক দিনে সুস্থ হয়েছেন ৪৬৯৮ জন। এই নিয়ে সুস্থ হলেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। স্বাস্থ্য অধি দফতর জানিয়েছে, কোভিডে মৃত্যুর হার ১.৫৯ শতাংশ এবং সুস্থতার হার ৮৮.২৫ শতাংশ।

লকডাউনের চতুর্থ দিন

করোনার লাগামহীন সংক্রমণ বিস্তাররোধে ১ জুলাই থেকে যে কঠোর লকডাউন চলছে রবিবার ছিল তার চতুর্থ দিন। চার দিনে প্রায় দু’ হাজারের অধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। চতুর্থ দিনে ঢাকায় গ্রেফতার হয়েছেন ৪২৯ জন। এ সময়ে ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা বাবদ আদায় হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

এ দিন লালবাগ বিভাগ থেকে পুলিশের গাড়িবহর গোটা এলাকা চষে বেড়ায়। এ বারে লকডাউন বাস্তবায়নকে পুলিশ চ্যালেঞ্জ মনে করে দায়িত্ব পালন করে চলেছে। আগের লকডাউনে পুলিশকে এত আন্তরিক ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

এ দিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করে বলেন,

লকডাউনের চতুর্থ দিনে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা, এই ৮ বিভাগে সরকারি নিয়ম অমান্য করায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

লকডাউনের মধ্যে টানা বৃষ্টি

গত শুক্রবার থেকেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত ছিল। রবিবারও তুমুল বৃষ্টিপাত শুরু হয় ভোর থেকেই। বেলা দশটার দিকে বৃষ্টি কিছুটা ধরে এলে কাঁচাবাজারে ভিড় জমায় মানুষ। কিন্তু এর পরই ফের বৃষ্টিতে ভিজে অনেককে কেনাকাটা করতে দেখা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *