অনলাইন ডেস্ক: পরীক্ষামূলক টিকা দেওয়ার বাইরে এই প্রথম সাধারণ ভাবে কোভিড ১৯ টিকা দেওয়া শুরু হল। এবং বিশ্বে প্রথম টিকা নেওয়ার কৃতিত্ব পেলেন ব্রিটেনবাসী ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান।
ফাইজার-বায়োএনটেক কে কোভিড-টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার গ্রেট ব্রিটেনে সাধারণের মধ্যে এই টিকা দেওয়া শুরু হল।
টিকা নেওয়ার পরে কিনান সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রথম ব্যক্তি হিসাবে আমাকে কোভিড ১৯ টিকা দেওয়ায় আমার নিজেকে বিশেষ অধিকারপ্রাপ্ত বলে মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘জন্মদিনের উপহারটা আগে আগে পেয়ে গেলাম। এর চেয়ে ভালো উপহার আর হয় না। এ বছরের বেশির ভাগ সময়টা একা একা কাটানোর পর এখন আমি ভাবতেই পারি নতুন বছরটা আমি আমার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটাতে পারব।’
মার্গারেট এক সময়ে গয়নার দোকানের কর্মী ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৩১ মিনিটে ইউনিভার্সিটি হসপিটাল কোভেন্ট্রিতে তাঁকে টিকা দেওয়া হয়। তাঁর মেরি খ্রিস্টমাস লেখা নীল রঙের টি শার্ট, সান্টা হ্যাট ও লাল স্কার্ফ। মুখে মাস্ক।
ব্রিটেনে ন্যাশনাল হেলথ্ সার্ভিসের যাঁরা একেবারে সামনে থেকে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছেন তাঁদের এবং ৮০ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের প্রথমে টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাকিদের ধৈর্য ধরতে বলা হয়েছে।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ্ সার্ভিসের প্রধান সিমন স্টিভেনস বলেন, ‘এত বড়ো টিকা-কর্মসূচি দেশ আগে কখনও দেখেনি। আজ তা শুরু হল। গোটা কর্মসূচি শেষ করতে কয়েক মাস লাগবে। আরও টিকার সরবরাহ আসবে। তবে আগামী কয়েকটা সপ্তাহ ও মাস আমরা যদি সতর্ক থাকি, তা হলে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা একটা নিষ্পত্তিমূলক বাঁকে পৌঁছে যাব।’