নিজস্ব প্রতিবেদন: কোভিড প্রটোকল শিঁকেয় তুলে করোনার সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ সাসারামে ছড়াল উত্তেজনা। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা সাসারামে হাজির হলে, তাঁদের দেখে পাথর ছুঁড়তে শুরু করেন স্থানীয়দের একাংশ। যাঁর মধ্যে ছাত্ররাও রয়েছে।
উল্লেখ্য, বিহারে গত বছর লকডাউনে পুলিশকে সমস্যায় পড়তে হয়েছিলো। করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আনতে গিয়ে বিহারের মুঙ্গেরে পুলিশকে আক্রান্ত হতে হয়েছিলো। পাথর ছোড়াসহ পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স তখন ভাংচুর করা হয়েছিলো।

