জয়নুল আবেদীন: গত ১১/০৮/২০২০ ইং মঙ্গলবার অপরাহ্ন ৭.৩০ ঘটিকায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কার্যকরী কমিটির উদ্যোগে জকিগঞ্জের গৌরব ক্রয়ডন কাউন্সিলের নব র্নিবাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর শেরোয়ান চৌধুরীর সন্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি জনাব শাহাদাত চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী জনাব আবুল হোসেনের সঞ্চালনায়, জনাব কাজী মাওলানা আব্দুর রহমান কর্তৃক পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা সভা শুরু হয়।

সংবর্ধনা সভায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের নব র্নিবাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর শেরোয়ান চৌধুরীকে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার সিলেটের আরেক কৃতি সন্তান কাউন্সিলর আয়াস মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভার প্রধান অতিথি কাউন্সিলর আয়াস মিয়া বলেন, কাউন্সিলর শেরোয়ান চৌধুরী একজন ভালো মানুষ, অত্যন্ত গুণী মানুষ এবং খুবই জনপ্রিয় মানুষ। ক্রয়ডন এলাকায় বাঙালিদের বসবাস একেবারে অপ্রতুল। উক্ত এলাকা থেকে বার বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মহলেও স্থান করে নিয়েছেন।

সংবর্ধিত অতিথি ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এবং ক্রয়ডন কাউন্সিলের নব র্নিবাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর শেরোয়ান চৌধুরী বলেন, এই অর্জন শুধু আমার নয়, এটা সকল জকিগঞ্জবাসীর অর্জন। তিনি ভবিষ্যতে মেইনস্ট্রিম পলিটেক্সের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে জকিগঞ্জবাসীর প্রতি আহবান জানান।

ক্রয়ডন কাউন্সিলের নব র্নিবাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর শেরোয়ান চৌধুরীর সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জনাব কামাল এমসি রহমান, সহকারী সেক্রেটারী জনাব আখতারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ জয়নুল আবেদীন, ট্রেজারার জনাব গোলাম মর্তুজা চৌধূরী ইকবাল, ফজলে আহমদ চৌধূরী একলিম, জনাব মাওলানা মইনুল হক চৌধূরী, মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা কাজী এমদাদুল হক, আবু সাঈদ চৌধূরী শাকিল, লিটু আহমদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

পরিশেষে মাওলানা মইনুল হক চৌধুরীর মোনাজাত পরিচালনায় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
