নিজস্ব প্রতিনিধি: প্রথম থেকেই রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ও তার লাগোয়া ৩ জেলা। দুই ২৪ পরগনা ও হাওড়া। সেই সঙ্গে প্রথমদিকে সংক্রমণ ছড়িয়েছিল হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর জেলাতেও। এইব জেলাগুলি ছাড়াও রাজ্যের অনান্য আরও বেশ কিছু জেলায় যাতে সংক্রমণ ঠেকানো যায় তার জন্য রাজ্য সরকার ১২জন নোডাল অফিসার নিযোগ করেছিল। এদের কাজই ছিল জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে সংশ্লিষ্ট জেলাকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কিন্তু এবার সেই ১২জনের জায়গা থেকে ৪জন নোডাল অফিসারকে অপসারিত করা হল। কারন কলকাতা ও দুই ২৪ পরগনা জেলা এবং হাওড়া জেলায় কিছুতেই কমছে না সংক্রমণ। তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যসচিব। আর এই চারজনের জায়গায় যে নতুন চারজন নোডাল অফিসার হয়ে এলেন তাঁদের মধ্যে সব থেকে চমকপ্রদ মুখ হলেন স্বয়ং রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এলেন কলকাতার দায়িত্বে।
গত ১৭ এপ্রিল রাজ্য সরকারের তরফে ১২জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলার নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল। এই সমস্ত নোডাল অফিসারদের কাজ ছিল জেলাগুলিতে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে কিনা, কনটেনমেন্ট জ়োনগুলি নিয়ে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে তার দেখভাল করা। যে ১২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল তাঁদের মধ্যে কলকাতার দায়িত্বে ছিলেন ওঙ্কার সিং মিনা। হাওড়ার দায়িত্বে ছিলেন প্রভাতকুমার মিশ্র, উত্তর ২৪ পরগনা জেলার জন্য ছিলেন এস কে থারে ও দক্ষিন ২৪ পরগনার জন্য ছিলেন বিনোদ কুমার। পরে ওঙ্কারকে সরিয়ে কলকাতার দায়িত্ব তুলে দেওয়া হয় এস কে থারের হাতেই। কিন্তু নবান্নের ক্ষুব্ধতার কারন এই চার জেলায় কোনও ভাবেই সংক্রমণ ছড়ানো বন্ধ না হওয়া। তার জেরেই সোম সকালে এই চারজনকে অপসারনের নোটিস বার হয়ে যায় রাজ্য সচিবালয় থেকে। সেই সঙ্গে বিকালেই চলে আসে নতুন চারজন নোডাল অফিসার নিয়োগের নোটিস। সেখানেই চমক আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম।
নতুন নোটিস অনুসারে কলকাতার নোডাল অফিসার হিসাবে দায়িত্ব নিচ্ছেন স্বয়ং রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কার্যত এই নিয়োগ কলকাতাবাসীর আশ্বাসের পক্ষে যথেষ্ট। আশা করা যাচ্ছে এবার কলকাতার সংক্রমণ দ্রুত না হলেও আস্তে আস্তে কমতে থাকবে। উত্তর ২৪ পরগনার দায়িত্বে আসছেন অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের অফিসার মনোজ পন্থ। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব পাচ্ছেন নবীন প্রকাশ ও হাওড়ার দায়িত্বে আসছেন রাজেশ পান্ডে। এই চারজনই আইএএস অফিসার ও শেষ তিনজন সিনিয়র অফিসার।