আসাম নিউজ ডেস্ক: আসামের গুয়াহাটিতে সাংবাদিকদের একাংশ সংবাদ সম্মেলন এবং অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত রয়েছেন। একথা প্ৰকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে গুয়াহাটি প্ৰেস ক্লাব। সেই সব সাংবাদিকদের সতর্ক বার্তা দিতে গুয়াহাটি প্রেস ক্লাব সভাপতি মনোজ কুমার নাথ এবং সাধারণ সম্পাদক সঞ্জয় রায়ের একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিটিতে বলা হয়েছে-
“এটি আমাদের নজরে আনা হয়েছে যে গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন/বই প্রকাশ/ইভেন্টে যোগদানকারী সাংবাদিকদের একটি অংশ খবর প্ৰকাশের জন্য আয়োজকদের কাছ থেকে অর্থ দাবি করছে। জিপিসি এই ধরনের কর্মের তীব্র নিন্দা করছে। জিপিসি কোন সাংবাদিকের পক্ষ থেকে এই ধরনের অনৈতিক আচরণ সহ্য করবে না”।
বিবৃতির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে কড়া সতর্ক বার্তা জারি করে বলা হয়েছে- যে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এই ধরনের সাংবাদিকদের শুধুমাত্র সদস্যপদই কেড়ে নেওয়া হবে না বরং তাদের কাছ থেকে গুয়াহাটি প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রবেশাধিকারও ছিনিয়ে নেওয়া হতে পারে।
বিষয়টি হ্যান্ডেল করতে গুয়াহাটি প্রেস ক্লাব কর্তৃপক্ষ চারটি ফোন নম্বর জারি করেছে (৮০১১৭৪৫৯৯৯, ৭০০২৫৫৫৭৩৬, ৮৭৪৯৮৭০৭৬৯, ৮০৮৬৭৪০৮৪৮8৮)।
বিবৃতিটিতে আরও যোগ করা হয়েছে – সংগঠকদেরকেও এই ধরনের দাবি মেনে না নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্ৰে কেউ অর্থ বা কোনও অনুগ্রহ দাবি করলে সরাসরি গুয়াহাটি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে (৮০১১৭৪৫৯৯৯, ৭০০২৫৫৫৭৩৬, ৮৭৪৯৮৭০৭৬৯, ৮০৮৬৭৪০৮৪৮8৮ রিপোর্ট করতে বলা হয়েছে।