নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার সহধর্মিণীসহ দেশব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ডেমোক্রেটিক মুভমেন্ট ইউকে। সোমবার স্থানীয় সময় বিকালে সাড়ে ৫টায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনস্থ আলতাব আলী পার্কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আলিম উদ্দীন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, সাবেক টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র ওয়াহিদ আহমদ কাউন্সিলর।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবদুল মুহিত, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক ওলীউল্লাহ নোমান, ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার ন্যান্সি, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ-সভাপতি মোঃ আসয়াদুল হক, আলী হোসাইন, মোঃ করিম মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুবদলের সহ-সভাপতি আবদুল হক রাজ ,সাবেক যুবদল নেতা নাছিম চৌধুরী, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক লিটন আফিন্দী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ।
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিন উদ্দীন, যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া, এনবিসি ইউকের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, ছাতক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ শামীম, সাবেক ছাত্রদল নেতা হাসিবুর রহমান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে নির্বাহী সদস্য মো: সৈয়দুল ইসলাম, আলী উজ্জল, মো: ফজল আহমদ, এনবিসি ইউকে মহিলা সম্পাদিকা ফারিয়া আক্তার সুমি প্রমূখ।