শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

খালেদা জিয়া ‘হাউস অ্যারেস্ট’ মন্তব্য করায় ব্রিটিশ হাইকমিশনারকে বাংলাদেশ সরকারের তলব

খালেদা জিয়া ‘হাউস অ্যারেস্ট’ মন্তব্য করায় ব্রিটিশ হাইকমিশনারকে বাংলাদেশ সরকার তলব করেছে। রোববার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে অভিহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (এএইচসি) বলা হয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘হাউস অ্যারেস্ট’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *