মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের জেলাতে জেলাতে গঙ্গার ভাঙন নতুন নয়। বর্ষা শুরু হোক বা শেষ গঙ্গা ভাঙনের কবলে পড়তে হয় প্রায়শই। গঙ্গার জলস্তর কমতেই ফের গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরা এলাকা ।
শনিবার সকাল থেকে ভাঙনের তীব্র আতঙ্ক ছড়াল এলাকায় সামশেরগঞ্জ ব্লকের ধানখড়া এলাকায়। ইতিমধ্যেই প্রায় ১০০ থেকে ১৫০মিটার এলাকা গঙ্গা ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেছে। গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে আরো কয়েকটি বাড়ি, ফলে বাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে পরিবারের লোকজন। শীতের শুরুতেই ভাঙনের প্রকোপে কার্যত রীতিমতো উদ্বিগ্ন সামশেরগঞ্জের বাসিন্দারা।
উল্লেখ করা যেতে পারে, গত দুদিন আগেও ভয়াবহ ভাঙনের কবলে পড়ে সামশেরগঞ্জের দুর্গাপুর এবং শিবপুর ও চাচন্ড বেশ কিছু এলাকায় জমি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। অবিলম্বে ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

