রোববার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির এক সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান অনৈতিক পথে পা রাখছেন। তারা সাংবাদিক ছাঁটাইয়ের নামে সমাজের নৈরাজ্যকর পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। এই নৈরাজ্যকর অবস্থা যেকোন মূল্যে প্রতিরোধ করবে ডিইউজে।
তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে উৎসবভাতা পরিশোধ করতে হবে। সাংবাদিকদের রাজপথে নামার আগেই বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। গণমাধ্যম মালিকেরা তাদের হীন পাঁয়তারা অবিলম্বে বন্ধ না করলে প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে কঠিন কর্মসূচির ডাক দেয়া হবে।
ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, কোনো ধরনের ঘোষণা ছাড়া দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেয়া হয়েছে। কালের কন্ঠে গণছাঁটাই চলছে, বাংলাদেশের খবর, নিউ নেশন, এশিয়ান এইজ, মানবজমিন পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই ও বাধ্যতামূলক ছুটি দেয়ার পাঁয়তারা চলছে। যা প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাগুলি প্রদর্শনের নামান্তর।

