আরাকান নিউজ ডেস্ক: আগরতলায় তিন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। রোববার (১৭ মার্চ) তাদের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়।
আগরতলা রেলস্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, অন্যান্য দিনের মতো এদিনও রেলস্টেশনের রুটিন তল্লাশি চালানো হলে তিনজনের গতিবিধি দেখে সন্দেহ হয়। তখন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা মিয়ানমারের রোহিঙ্গা বাসিন্দা। প্রায় আট বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা দক্ষিণের হায়দরাবাদ শহরে কাজ করছিলেন।
এবার তারা মিয়ানমার যাওয়ার উদ্দেশ্যে আগরতলা এসেছিলেন। কিন্তু সীমান্তে কড়াকড়ি থাকায় অবৈধভাবে বাংলাদেশ হয়ে মিয়ানমার যেতে পারেননি। তাই তারা হায়দরাবাদ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ উদ্দেশে তারা রেলস্টেশনে এলে তারা আটক হন। আটকরা জানিয়েছেন, তাদের নাম যথাক্রমে আব্দুল রশিদ (২৪), মো. ইউসুফ (২৩) ও মোহাম্মদ হামিদ হোসেন (২৩)। তাদের সবার বাড়ি মিয়ানমারের আইকুব জেলায়।