ঋদি হক, ঢাকা: গত সাত দিনে কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম স্থানে। এই পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আর মারা গিয়েছেন ২২০ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত হওয়ার নজির সৃষ্টি হয়েছে। ষোলো মাসে এই প্রথম একদিনে ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হলেন। আগের দিন আক্রান্ত হন ১১ হাজার ৮৭৪। আর মৃত্যু হয়েছিল ২৩০ জনের। এ সময়ে ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩১.৭৪ শতাংশ।
সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মৃত বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন।
সর্বশেষ এক দিনে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৬৪ জনের। খুলনা বিভাগে মারা গিয়েছেন ৫৫ জন। চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।