দীর্ঘ প্রতীক্ষার অবসান। নিউ হাফলং-গুয়াহাটির মধ্যে প্রথমবারের জন্য শুভারম্ভ হবে বিশেষ ট্যুরিস্ট ট্রেন। বহু প্রত্যাশিত গুয়াহাটি-নিউ হাফলং ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলাচলের দিনক্ষণ ইতিমধ্যে চুড়ান্ত হয়েছে।
২৮ আগষ্ট অসমের গুয়াহাটি থেকে আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হবে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের। ইতিমধ্যে প্রস্তুতি চুড়ান্ত, অপেক্ষা সেই শুভক্ষণের। তবে সপ্তাহে একদিন নয়, ভিস্তাডোম স্পেশাল ট্রেনটি আপাতত সপ্তাহে দুদিন চলাচল করবে। চাহিদার উপর ভিত্তি করে পরবর্তীতে দুদিনের জায়গায় তিন দিন এবং ট্রেনটির রুট সম্প্রসারিত হতে পারে। এন এফ রেলের জনৈক শীর্ষকর্তা এখবর জানান।
বর্তমানে সপ্তাহের বুধ ও শনি এই দুদিন পার্বত্য রুটে এই ট্রেন চলাচল করবে। গুয়াহাটি থেকে ট্রেনটি ছাড়বে ৬-৩৫ মিনিটে। মান্দারদিসা পৌঁছবে ৯ টা বেজে ৩৫ মিনিটে। মাইবাং আসবে সকাল ১০টা ৪৮ মিনিটে। নিউ হাফলং পৌঁছবে ১১টা বেজে ৫৫ মিনিটে। এরপর অনুরূপ ভাবে নিউ হাফলং থেকে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি গুয়াহাটির উদ্দেশ্যে ছুটবে বিকেল ৫টায় এবং গুয়াহাটি পৌঁছবে রাত ১০টা বেজে ৪৫ মিনিটে।
নিউ হাফলং- গুয়াহাটি ২৬৯ কিলোমিটার দূরত্বের যাত্রায় সময় লাগবে ৫ ঘন্টা ৪৫ মিনিট। ট্রেনের ভাড়া হবে গুয়াহাটি-নিউ হাফলং চেয়ার কার : ৪১৫ টাকা এবং একজিকিউটিভ ক্লাশ ১০৩০ টাকা। অনুরূপ ভাবে গুয়াহাটি- মাইবাং চেয়ার কার : ৩৮০ টাকা এবং একজিকিউটিভ ক্লাশ : ৯৪০ টাকা। এদিকে ভিস্তাডোম নিয়ে সাধারণ জনগণের মধ্যে নানা প্রশ্নের অবতারণা হয়েছে। অনেকেই জানতে চাইছেন ভিস্তাডোম কি ?
ভিস্তাডোম কোচ প্রকৃতার্থে পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের জন্য প্রবর্তিত অভিনব কোচ। অবশ্য বিদেশে বহু বছর আগে ভিস্তাডোম কোচের শুভারম্ভ হয়েছে। ভারতের কর্নাটক ছাড়া একাধিক রাজ্যে ভিস্তাডোম কোচের ট্রেন চলাচল করছে যদিও কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম গুয়াহাটি-নিউ হাফলঙের মধ্যে প্রথমবারের জন্য সাত কামড়া বিশিষ্ট ভিস্তাডোম কোচের ট্যুরিস্ট ট্রেন চলবে। অন্যান্য ট্রেনের কোচে থাকা সাধারণ জানালার পরিবর্তে থাকবে বাহিরের পরিবেশ স্বচক্ষে দেখতে স্বচ্ছ কাঁচ দিয়ে কোচটি বাঁধাই করা থাকবে। কোচের ভেতরের দুই পাশ এবং উপর দিয়ে পর্যটকরা বাহিরের সমগ্র দৃশ্য উপভোগ করার পাশাপাশি মোবাইল ফোনে বন্দি করতে পারবেন বাহিরের দৃষ্টি নন্দন তথা ভালো লাগা দৃশ্য।