ওয়েবডেস্ক : আসামের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আজকে সাংবাদিকদের জানালেন যে, করোনা মহামারী থেকে গুয়াহাটিকে রক্ষা করার জন্য আগামী সোমবার থেকে ২ সপ্তাহ কঠোর ভাবে লকডাউন জারি করা হবে; খোলা থাকবে এক মাত্র ওষুধের দোকান।
তিনি আরো বলেন যে, রবিবার মধ্যরাত্রি থেকে আগামী ২ সপ্তাহের জন্য কামরূপ জেলার এই লকডাউন কঠোর ভাবে জারি হবে। স্বাস্থ্য মন্ত্রী গুয়াহাটি বাসীদের উদ্দেশ্যে বলেন তারা যেন রবিবারের মধ্যে সব বাজার হাট সেরে ফেলে।

