শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

গ্রীসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

মতিউর রহমান মুন্না, গ্রীস: বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে। ইউরোপের দেশ গ্রিসে ঋতুরাজের দেখা না মিললেও উৎসবে মেতে উঠেন বাংলাদেশি নারীরা।

গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস এবার বর্ণিল বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে। গতকাল দূতাবাস প্রাঙ্গণে এ উৎসবে বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু যোগদান করেন।

বাংলাদেশ থেকে অনেক দূরে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধববিহীন ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের প্রাণঢালা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠানে তারা তাদের ভালো লাগা পরস্পরের সাথে শেয়ার করেন এবং প্রত্যেকেই গান, আবৃত্তি অথবা কৌতুক পরিবেশন করেন। তাদের মুখরতায় বাংলাদেশ দূতাবাস যেন চাঁদের হাটে পরিণত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী রেবেকা সুলতানা নারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় একটি দিনে পরিণত হয়েছে বলে তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *