শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

ঘূর্ণিঝড় ইয়াসের জের, ওড়িশা থেকে সামুদ্রিক মাছ আমদানি কার্যত বন্ধ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ওড়িশা থেকে সামুদ্রিক মাছের আমদানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে। ওড়িশার ধামরা, বালাসোর, পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘা, শঙ্করপুর, জুনপুট থেকে বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় মাছ আসে, যা এখন কার্যত বন্ধ, এমনটাই জানাচ্ছেন পাইকারি মাছ বিক্রেতারা।

হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ী সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, ঝড় আসার আগে থেকেই মত্‍স্যজীবীদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। এরপর ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সামুদ্রিক মাছ আসা এখন কার্যত বন্ধ।

প্রতিদিন ওড়িশা থেকে ২০ মেট্রিক টন ও দিঘা থেকে ৫ মেট্রিক টন সামুদ্রিক মাছ আসত হাওড়ার পাইকারি মাছ বাজারে। এখান থেকে কলকাতা ও পার্শ্ববর্তী বড় বাজারে মাছ সরবরাহ হত। তাজা সামুদ্রিক মাছ না পেয়ে স্বভাবতই আক্ষেপের সুর ক্রেতাদের মুখে। প্রবীর দে নামে এক ক্রেতা জানান, অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

জয়দেব হালদার নামে কলকাতার এক বাজারের খুচরো বিক্রেতা জানান, সরবরাহ বন্ধ। ফ্রিজে মজুত রাখা মাছ বেশি দামে বিক্রি করতে গেলে ক্রেতারা মুখ ঘুরিয়ে নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *