শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

চতুর্থ শ্রেণির কর্মী পদে ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

গ্রুপ-ডি পদে নিয়োগ-দুর্নীতি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে কলকাতা হাই কোর্টের তৈরি কমিটি তদন্ত করছে

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: চতুর্থ শ্রেণির (গ্রুপ-ডি) কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা হয়েছে তাঁদের বরখাস্ত করতে হবে। ওই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের।

একই সঙ্গে হাই কোর্ট জানিয়েছে, এত দিন পর্যন্ত ওই কর্মীদের যা বেতন দেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। সেই কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্কুল পর্যবেক্ষকদের। পাশাপাশি, এই ঘটনার তদন্তে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছিল সেই কমিটিকেও পাঁচ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলেছে একক বেঞ্চ।

গ্রুপ-ডি পদে নিয়োগ-দুর্নীতি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি কমিটি ওই তদন্ত করছে। তাদের আগামী ১৪ ফেব্রুয়ারির তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *