চন্দ্রযান ৩ পাড়ি দিয়েছে চাঁদে। সফলভাবে উৎক্ষেপণ হয়েছে ১৪ জুলাই। এখন সব ঠিক থাকলে আগামি আগস্ট মাসের ২৩/২৪ তারিখে চাঁদের মাটি ছোঁবে।
চন্দ্রযান থ্রি-র ক্যামেরা ডিজাইন করেছেন বাংলার অনুজ নন্দী। চন্দ্রযান থ্রিকে ক্যামেরার ডিজাইন করেছেন অনুজ বাবু।
অনুজ নন্দীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ধন্য হে বীর বাঙালি!
শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর চন্দ্রযান ৩ পাড়ি দেয় চাঁদের উদ্দেশে। সব কিছু ঠিকঠাক চললে তা ২৩ অথবা ২৪ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান বিক্রম।