‘খাঁচার ভিতর অচিন পাখি’ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সাম্প্রতিক চমক। হঠাৎ করেই এ ছবিটির ঘোষণা দিয়েছিল চরকি। প্রকাশ করে টিজার, ট্রেলার। সেখানে আলো-আঁধারি আলোকচিত্র, রোমাঞ্চকর আবহ সংগীত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়। আগ্রহ তৈরি হয় দর্শকদের। অপেক্ষার অবসান হচ্ছে, অবশেষে আজ রাত ৮টায় মুক্তি পাচ্ছে ছবিটি।
রায়হান রাফির ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। বিশেষ তিনটি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন খান ও সুমন আনোয়ার। পরিচালক জানান, পরিত্যক্ত এক কারখানায় আটকা পড়া দুজন মানুষকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প, যাদের একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে তাদের বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টার গল্প নিয়েই ‘খাঁচার ভিতর অচিন পাখি’। ছবির শেষে দর্শকের জন্য আছে একটি দারুণ চমক। রংপুরের একটি পরিত্যক্ত কারখানাতে হয়েছে ‘খাঁচার ভিতর অচিন পাখি’র শুটিং। টানা ১৫ দিন সেখানেই ছিল শিল্পী-কুশলীসহ ছবির পুরো দল।
এর আগে সঙ্গে আলাপকালে ‘খাঁচার ভিতর অচিন পাখি’ নিয়ে রায়হান রাফি জানান, এটি তাঁর কাছে স্বপ্নের প্রকল্প। তিনি বলেন, ‘করোনার সময় দেশের সবকিছু যখন স্থবির, তখন আমি বেশ কিছু গল্প লিখি। এর মধ্যে এই গল্পটি চরকি খুব পছন্দ করে। টিমের প্রত্যেক মানুষ অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি।’ ছবিটি নিয়ে পরিচালকের অনেক আশা, ‘অনলাইনে এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এ ধরনের ছবি আমি আগে বানাইনি এবং এটা আমার হৃদয়ের ভীষণ কাছের একটি ছবি। এই ছবিটি নিয়ে আমি প্রচুর আশাবাদী।’
কথা হয়েছিল ফজলুর রহমান বাবুর সঙ্গেও। ছবিটি নিয়ে তিনি দারুণ আশাবাদী। তাঁর মতে, গল্প, শুটিং স্পট, চিত্রগ্রহণ— সব মিলিয়ে দারুণ এক কাজ। একটু ব্যতিক্রমী গল্প হলেও আমার কাছে কাজটি কঠিন মনে হয়নি। কেননা শুরুতেই গল্পটি মনে ধরেছে, লোকেশনটাও চমৎকার। সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করেছি।’ অভিনেত্রী তমা মির্জাও ছবিটি নিয়ে উচ্ছ্বসিত, ‘এখনকার প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকি অন্যতম। পরিচালক রায়হান রাফি, সহশিল্পী বাবু ভাই—সব মিলে দারুণ একটি টিমের সঙ্গে কাজ করেছি আমরা। সেরা মানুষদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজটাও অটো ভালো হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘যখন অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে কাজ করা হয়, তখন কাজটা আলটিমেটলি বেরিয়ে আসে। আমার জায়গা থেকে আমি শতভাগ চেষ্টা করেছি। আমার যতটুকু কমতি ছিল, বাবু ভাই, রাফি ভাইয়ের মুনশিয়ানায় তা-ও পূরণ হয়ে যায়।’
জুলাই মাসে যাত্রা শুরু করে চরকি। এরপর থেকে প্রতি মাসেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি একটি করে অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়ে যাচ্ছে। এই মাসের ছবি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতি মাসে ভিন্ন ভিন্ন স্বাদের ছবি আমরা দর্শকদের উপহার দিতে চাই। এই তালিকায় যেমন বন্ধুত্বের গল্প থাকে, তেমনই থাকে গোয়েন্দা কাহিনি, থ্রিলারসহ অনেক বৈচিত্র্যময় ঘরানার ছবি। এবারের ছবিটিতেও নতুন স্বাদ পাবেন দর্শক।’ চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দেখতে পাবে। মাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দর্শক ছবিটি দেখতে পারবেন।