করোনা ভাইরাস প্রকোপের মধ্যে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ ২৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
সেন্সর বোর্ডের জুরি বোর্ডের সদস্যদের নিয়ে ৪ জুন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে অফিস বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকে চলচ্চিত্র জমা দিতে পারেনি বলেই সময়সীমা বাড়ানো হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভাইস চেয়ারম্যান।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সেন্সর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার ২৮ বিভাগে পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে তার সঙ্গে উন্নতমানের প্রিন্টের ডিভিডি যুক্ত করে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

