শিরোনাম
রবি. জানু ৪, ২০২৬

‘চাঁদাবাজি’র ফোনালাপ ফাঁস: উল্টো ডিজিটাল আইনে এমপি কামরুলের মামলা

সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টিকে ‘চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে প্রচার করা হলেও এমপি কামরুল বলছেন, পাওনা টাকা চাইতেই তিনি স্থানীয় ওই ব্যবসায়ীকে ফোন দিয়েছিলেন। সালিশ আলোচনাকে চাঁদাবাজি উল্লেখ করে প্রচারণার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার রাতে স্থানীয় ফিড অপারেটর আলী আহমদ এবং বিদেশে অবস্থানকারী সাংবাদিক কনক সারোয়ারের নামে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *