ইউএনবি, কক্সবাজার: শনিবার বঙ্গোপসাগর থেকে বাইশ বাংলাদেশি জেলেকে আটক এবং তাদের চারটি ট্রলার জব্দ করেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান, শনিবার সকাল ১০টার দিকে দ্বীপের পূর্ব দিক থেকে সাগরে মাছ ধরার সময় ২২ জেলেসহ ওই এলাকার বাসিন্দাদের মালিকানাধীন চারটি ট্রলার জব্দ করে মিয়ানমারের নৌবাহিনী।
এ ঘটনায় বাংলাদেশের বর্ডার গার্ড ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নুরুল আমিন, মোঃ আজিম, মোঃ হোসেন ও মোঃ ইউনুসের মালিকানাধীন ট্রলারে করে ওই ২২ জেলে সাগরে নামেন।
শনিবার সকালে মিয়ানমারের নৌবাহিনীর কিছু সদস্য সমুদ্রসীমা অতিক্রম করে বন্দুকের গুলিতে ট্রলার নিয়ন্ত্রণে নেয় বলে জানান তারা।
ট্রলারের মালিক মোঃ আজিম জানান, তার ট্রলারটি ছয় জেলেসহ অন্য তিনটি ট্রলারে নিয়ে যাওয়া হয়েছে।
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের এক কর্মকর্তা জানান, আটক জেলেরা বাংলাদেশি নাগরিক নাকি রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, বিজিবি ও কোস্টগার্ড তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

