চিরাং (অসম): বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এ অবৈধ অস্ত্ৰ ভাণ্ডার উদ্ধার অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার চিরাং জেলার বিজনিতে অভিযান চালিয়ে আরও একে ৫৬ সিরিজের রাইফেল সহ বিপুল পরিমাণের গোলাবারুদের অবৈধ অস্ত্ৰভাণ্ডার উদ্ধার করেছে জেলা পুলিশ।
চিরাঙের পুলিশ সুপার সুধাকর সিং জানিয়েছেন, বিশেষ এক সূত্ৰের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্ৰকাশ মেধি বিজনি মহকুমা পুলিশ আধিকারিক এবং বিজনি থানার পুলিশের এক দল নিয়ে অভিযান চালান লাডানগুড়ি-সুবাইঝাড় এলাকায়। সেখানে পূর্ত সড়ক সংলগ্ন এক নম্বর উত্তরপাড়া গ্রামের এক জঙ্গলে মাটি খুঁড়ে প্লাস্টিকে মোড়া দুটি অত্যাধুনিক একে ৫৬ সিরিজের রাইফেল, তিনটি ম্যাগাজিন, একে সিরিজের ১৬৭ রাউন্ড সক্রিয় গুলি, ইনসাস রাইফলের সাত রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে অবশ্য কাউকে আটক করা হয়নি। তবে বিজনি থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত এক মামলা রুজু করেছে। এসকেডি / অরবিন্দ