করোনার সংক্রমণ বেড়েই চলেছে দার্জিলিং জেলায়। পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে জেলা প্রশাসন। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে এবার রবিবার থেকে একটানা ৭ দিন পাহাড়ে জারি করা হয়েছে লকডাউন। জরুরি কয়েকটি পরিষেবা ছাড়া লকডাউন চলাকালীন অন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার থেকেই লকডাউন চালু দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভা এলাকায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পাহাড়ের এই এলাকাগুলি থেকেই করোনার সংক্রমণ বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। দার্জিলিং জেলায় নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬২১। প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শিলিগুড়িতেও ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ।
এদিকে, শনিবার গোটা রাজ্যের পাশাপাশি লকডাউন চলেছে পাহাড়েও। বৃহস্পতিবারের মতো এদিনও পাহাড়ে লকডাউনে ভালো সাড়া মিলেছে। তবে সংক্রমণ রোধে পাহাড়ে ব্যাপকমাত্রায় লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সেই কারণেই এবার রবিবার থেকে টানা ৭ দিন পাহাড়ে লকডাউন জারি করা হয়েছে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ এবং দার্জিলিং জেলা প্রশাসনের কর্তারা বসে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লকডাউন চলাকালীন দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুর এলাকায় সব ধরনের অফিস, বাজার, দোকানপাট বন্ধ থাকবে। তবে এই তিন পুর এলাকা ছাড়া বাকি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
এদিকে, বাংলায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর তথ্য মিলেছে শনিবার৷ শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃত বেড়ে ১ হাজার ৩৩২৷ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৪ জন৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৩৭৭।