- আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকের লন্ডন প্রবাসী সাবেক শিবির নেতা ফরহাদ আলীর বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণার কারনে থানায় অভিযোগ করেছে উজ্জল হোসেন নামে এক বিএনপি নেতা।
গত ৪ আগস্ট ছাতক থানায় ৩ জন স্বাক্ষীর উপস্থিতিতে তিনি ওই অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ফরহাদ আলীর নেতৃত্বে জামায়াত শিবির নেতা ফয়ছল আহমদ, বাছিত খান, মুসলিম খান, আছাদ উদ্দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও ফেইসবুকের মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাইয়া আসিতেছে। এছাড়া মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে জনগনকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, ধর্ষন ও চাদাবাজির বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে কথিত শিবির নেতারা বিভিন্ন মানহানিকর কথা বার্তা প্রচার করিতেছে। যার ফলে আমিসহ আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল স্থানীয় নেতা কর্মীগণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইয়া পড়িয়াছে। এমতাবস্থায় উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন করিলাম।