জয়নুল আবেদীন: এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য উৎসাহ যোগাতে প্রতি বৎসরের ন্যায় এবারও এইচ টি এ সেবা ফাউন্ডেশন এক শিক্ষা সম্মাননা প্রদানের আয়োজন করেছে। গত ১৪ই সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় জকিগঞ্জ উপজেলায় এইচ টি এ সেবা ফাউন্ডেশনের কার্যালয়ে জকিগঞ্জের ৫০ জন কৃতি শিক্ষার্থীকে এইচ টি এ সেবা ফাউন্ডেশন এই সম্মাননা প্রদান করে।

এইচ টি এ সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত সেনাবাহিনী কর্মকতা ডা: ইউনুছ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-সুহেলে ও আবুল কলাম কালনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল।
উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জ পৌর মেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার বিনয় ভুষন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রফেসর বদরুল হক বাদল, আইডিয়েল কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল মৌলানা কাজী হিফজুর রহমান, খলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত,বিশিষ্ট সাংবাদিক এনামুল হক মুন্না, ফাউন্ডেশনের ট্রেজারার জাহেদ আহমদ, ট্টাষ্টী মোস্তফা আহমদ, তুহিন আহমদ, সাজু আহমদ, সাংবাদিক বৃন্দ, সুধী শিক্ষার্থী ও নানা পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচ টি এ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ ও বৃটিশ সরকার অনুমোদিত দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা সংস্থা। দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য বিগত ১৬ বৎসর থেকে বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসায় অনুদান সহ শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে এক অনুকরণীয় ভুমিকা পালন করছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিক আহমদ বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর জন্য আমাদের ফাউন্ডেশন অনবরত কাজ করে যাচ্ছে। এতে সবার সহযোগিতা প্রয়োজন। অন্যান্য বক্তাগণ এইচ টি এ সেবা ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জের ৫০ জন কৃতি শিক্ষার্থীকে নগদ ২৫০০ টাকা করে শিক্ষা সম্মাননা দেওয়া হয় এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।