জয়নুল আবেদীন: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন এইচটিএ সেবা ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত রবিবার বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইচটিএ সেবা ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল সোহেল ও সদস্য আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল ডা. ইউনুছ আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচটিএ সেবা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত খলাছড়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাবা সুমী আক্তার মসজিদের জায়গায় ক্রয়ের জন্য এইচটিএ সেবা ফাউন্ডশনের পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলা মডেল বাস্তবান কমিটির সভাপতি ডা. এম. এ. কাদিরের হাতে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন। প্রধান অতিথিসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সবুর উপজেলা, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুস্তাকীম হায়দর, বিশিষ্ট সাংবাদিক দৈনিক কালের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাদেদেওরাইল ফুলতলি কামীল মাদ্রাসার শিক্ষক নাইমুল হক খাঁন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মস্তফা আহমদ, পপুলার লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় পরিচালক বি.এম শাহজাহান, মঞ্জুরুল আহসান, খছরুজ্জামান, আবুল কালাম কালন, মাওলানা ময়নুল হক, ফাউন্ডশনের ট্রস্টি মস্তফা আহমদ,মনোহর আলী ট্রাস্টের ট্রাস্টি আব্দু সালাম, সাজু আহমদ, তারেক আহমদ, তুহিন আহমদ প্রমুখ।
এইচটিএ সেবা ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফাউন্ডেশনের লগো অংকিত ২০২১ সালের ডায়েরি, ক্যালেন্ডার , মাস্ক, ধূমপান বিরোধী স্টীকার, সামাজিক দূরত্ব স্টীকার ও পেন হোল্ডার প্রদান করা হয়। হিফজুর কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ এখলাছুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। খবর বিজ্ঞপ্তি

