জয়নুল আবেদীন: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২০ ইং রবিবার রাত ৯.৩০ টায় হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এর মাগফিরাত কামনায় এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কাউন্সিলর জনাব শেরোয়ান চৌধূরীৱ সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী জনাব আবুল হোসেনের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জনাব মাওঃ কাজী আব্দুর রহমান।
ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি জনাব কামাল এমসিএ রহমান, সহ সভাপতি জনাব জাহাঙ্গীর আহমদ চৌধূরী, সিনিয়র সহঃ সভাপতি জনাব শাহাদাৎ হোসেন ফেরদৌস, সহ সভাপতি জনাব সৈয়দ মুতলিব রেজা, ট্রেজারার জনাব গোলাম মোর্তুজা চৌধূরী ইকবাল, সহকারী সম্পাদক জনাব আক্তারুজ্জামান, সদস্য মাওঃ কাজী আব্দুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ জয়নুল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক ফজলে আহমদ চৌধূরী একলিম, দফতর সম্পাদক কামালউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী খালেদ প্রমূখ।
আলোচকরা আল্লামা শাহ আহমদ শফী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লামা আহমদ শফী সাহেব হুজুর এই দেশের উলামায়ে কেরামের ঐক্যের প্রতিক ছিলেন। তিনি হেফাজতের ব্যানারে ঈমান-আক্বিদার আন্দোলেনের শীর্ষ নেতা ও পথ নির্দেশক ছিলেন। তাঁর মতো একজন আলেমের বিদায় জাতিকে ভীষণভাবে মর্মাহত করেছে। তিনি ছিলেন জাতির একজন অবিসংবাদিত অভিভাবক। তাঁর এ শুন্যতা কোনদিন পূরণ হবার নয়।

পরিশেষে, আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফী ১৯৩০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হাটহাজারী মাদ্রাসা ছাড়াও ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা শেষ করে ফিরে এসে হাটহাজারী মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি দেশের কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দেন এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতির দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে শুক্রবার বিকেলে ঢাকায় এনে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেন।

